দিনাজপুর প্রতিনিধি ►
দিনাজপুরের ১০ মাইলের যাত্রীবাহী বিআরটিসি বাসের সাথে পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষের ঘটনায় ঘটনাস্থলেই তিন জন নিহত ও ১৫ জন আহত হয়েছে।
আজ সোমবার সন্ধ্যা ছয়টার দিকে দিনাজপুরের দশ মাইলের 10 মাইল সৈয়দপুর মহাসড়কের টেক্সটাইল এর সামনে এই সড়ক দুর্ঘটনা ঘটে। সড়ক দুর্ঘটনায় তিন যাত্রী নিহত হওয়ার সংবাদ নিশ্চিত করে করেছেন কোতোয়ালি থানার ইন্সপেক্টর তদন্ত গোলাম মাওলা শাহ ।নিউ তোরা হলেন মোস্তাফিজুর রহমান (৩৮) সোহানুর রহমান সোহান (৩২) ও ফয়জার উদ্দিন (৪২)।
স্থানীয়রা আহতদেরকে উদ্ধার করে দিনাজপুরের এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতাল সহ ১০ মাইলের কয়েকটি ক্লিনিকে ভর্তি করিয়েছেন।
দিনাজপুর কোতোয়ালি থানার ইন্সপেক্টর তদন্ত গোলাম মাওলা বলেন ঠাকুরগাঁও গামী বিআরটিসি বাস টি দশ মাইলের টেক্সটাইলের সামনে পৌঁছলে বিপরীত দিক থেকে দ্রুত গতিতে আসার পিকআপ ভ্যানটি মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে।